‘বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র সংবাদ সম্মেলন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৪, ৯:১৫:১৯ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বড়লেখা উপজেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের নিয়ে গঠিত ‘বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম’ বড়লেখা।
মাত্র চার বছরে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় জনকল্যাণে ৫০ লক্ষধিক টাকা ব্যয় করেছে। আগামিতে আরও বড় বাজেট নিয়ে অসহায়, অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত, লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম দেখা দেওয়া মেধাবী শিক্ষার্থী, গৃহহীন, দুর্যোগে ক্ষতিগ্রস্তসহ নানাভাবে দুর্ভোগে থাকা মানুষের আর্থিক সহায়তার পরিকল্পনা গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী প্রবাসী এই সংগঠনটি।
বুধবার রাতে বড়লেখা পৌরশহরের অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ তাদের জনকল্যাণমুলক কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনাগুলো তোলে ধরেন। নেতৃবৃন্দ এসব মানবিক কার্যক্রম বাস্তবায়নের ব্যাপারে গণমাধ্যমকর্মীদের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন।