সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের জরুরি সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৭:৫৪ অপরাহ্ন
সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে: সিলেটের সংস্কৃতির সুবাস বাংলাদেশ, ইউরোপ ও আমেরিকাসহ পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়েছে। দেশ ও কালের পরিবর্তন হলেও প্রবাসে সিলেটবাসীদের সৌহার্দ আর সম্প্রীতির বন্ধন ছিন্ন হয়নি। এই মর্মার্থ উপলব্দি করেই আমাদের কাজ করে যেতে হবে। এতে করে প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের অনেকেই শিকড় সন্ধানে উৎসাহী হবে।
স্পেনে বসবাসরত সিলেট জেলা জেলা এসোসিয়েশনের সভায় বক্তারা এ কথা বলেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাইয়ে কারাবাকা গ্রাম বাংলা রেস্টুরেন্টে সিলেট জেলার বালাগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা এবং ওসমানী নগরের প্রবাসী নেতৃবন্দের নিয়ে গঠিত সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের জরুরী সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন লন্ডনে প্রতিবেশীর ছুরিকাঘাতে রইস উদ্দিন নিহত
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তামিন চৌধুরী,সাধারন সম্পাদক ছানুর মিয়া ছাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্পেনে প্রবাসী সিলেট বাসীর বিভিন্ন কার্যক্রম সিলেটের ইতিহাস ঐতিহ্য প্রসার ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যাক্ত করে বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, স্পেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আহমদ আসাদুর রহমান সাদ, সহ সভাপতি বেলাল আহমেদ, হারুন মিয়া, আব্দুস সালাম, রাজা আহমেদ, নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইউছুফ আলী, নির্বাহী সদস্য আসাদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক সায়েক মিয়া, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদ উদ্দিন, স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এটি এন বাংলা স্পেন প্রতিনিধি সিদ্দিকুর রহমান প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন আব্দুল হাছিব, নবীন নুর মিয়া, ইয়াইয়া আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সকলের সম্মতিতে সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের উদ্যেগে মাদ্রিদের খেলোয়াড়দের নিয়ে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।শেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।