মৌলভীবাজারে দূর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৮:৪৪:২১ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলায় হিন্দুধর্মের শারদীয় দূর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মুসলমানদের দৈনন্দিন ইবাদাত বন্দেগি তথা ০৫ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়।
গত ২ অক্টোবর ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আলম স্বাক্ষরিত ১৬.০১.৫৮০০.০২২.০৯.০১২.১৮.৭৭৮ (১১৫০) স্মারকে আগামী ০৯/১০/২০২৪ইং হতে ১৩/১০/২০২৪ইং তারিখ পর্যন্ত ০৫ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত নামাজের সময়সূচিতে ফজর ভোর ৪:৫০মিঃ থেকে ৫:৪০মিঃ, জোহর দুপুর ১:০০মিঃ থেকে দুপুর ১:৪৫মিঃ, আছর বিকাল ৪:১৫মিঃ থেকে বিকাল ৪:৪৫মিঃ, মাগরিব সন্ধ্যা ৫:৩০মিঃ থেকে সন্ধ্যা ৬:৫৫মিঃ, এশা রাত ৭:১৫মিঃ থেকে রাত ৭:৪৫মিঃ এবং জুম্মা দুপুর ১২:১৫মিঃ থেকে দুপুর ১:৪০মিঃ পর্যন্ত উল্লেখিত তারিখ ও সময়ে শারদীয় দূর্গাপূজায় মাইক ও অন্যান্য সাউন্ডসিস্টেম বন্ধ রাখার জন্য পূজা উদযাপন কমিটিক অনুরোধ করা হয়।
এছাড়াও কিছু কিছু মসজিদে আযান ও নামজের সময়ের ভিন্নতা রয়েছে। এ প্রেক্ষিতে, পূজা মন্ডপের নিকটবর্তী মসজিদ কমিটির সাথে আলোচনা করে উক্ত মসজিদের নির্ধারিত আযান ও নামাজের সময়ে পূজার সাউন্ডসিস্টেম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করার পরামর্শ দেয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয় প্রকাশিত নামাজের সময়সূচি সদয় অবগতি/কার্যার্থে মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ, সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানবৃন্দ ও মৌলভীবাজার সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে।