বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াত: সেলিম উদ্দিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ১২:২৮:০৯ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘অসৎ, অযোগ্য, দূর্নীতিবাজ, ঘুষকুর, টেন্ডারবাজ, খুনীদের প্রত্যাখ্যান করে সৎ লোকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াত। দেশবাসী যদি পরীক্ষা করার জন্য হলেও একটি বার জামায়াতকে ওই সুযোগ দেন, তাহলে আমরা স্বাধীনতার সুফলকে দেশের ঘরে ঘরে পৌঁছে দেব। তবে রাজনীতিকে ব্যবসা বানিয়ে পকেট গরম করার সুযোগ বাংলার জমিনে আর কেউ পাবেন না। কারণ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। তিনি আরোও বলেন, মহানবীর আদর্শকে জীবনে প্রতিস্থাপন করাই প্রত্যেক মুসলমানের প্রধান কাজ। মহানবীর আদর্শ মেনে চললে একদিন বাংলাদেশে মক্কা বিজয়ের মতো ঘটনা গঠবে।’
তিনি রবিবার (৬ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ মাঠে ‘উপজেলা ও পৌর’ জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ক্বারী আবু ঈসা।
উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুস ছোবহান পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা দক্ষিন জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, এসিস্ট্যান সেক্রেটারী ও গোলামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম, সৌদি আরব ও মিশর সংগঠনের দায়িত্বশীল আজাদ সোবহান।
বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর মাস্টার ইমাদ উদ্দিন, নায়েবে আমীর এইচএম আখতার ফারুক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, আব্দুল মুকসিদ আখতার, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, পৌর জামায়াতের এসিস্ট্যান সেক্রেটারী তালেব আহমদ গোলাপ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, উপজেলা ছাত্রশিবির উত্তরের সভাপতি মতিউর রহমান, উপজেলা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি আবু তাহিদ, পৌর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজ উদ্দিন।