বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৮:৩৩:২১ অপরাহ্ন
আশফাক আহমদ,বড়লেখা প্রতিনিধি :শনিবার (০৫ অক্টোবর) দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দিন শাহ, প্রধান আলোচকের বক্তব্য দেন মাওলানা খালেদ আহমদ ভানুগাছী।
আরো পড়ুন ➡️ বড়লেখায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন
অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর আমীর মো. এমাদুল ইসলাম, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা আহমদ ফারুক, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মাওলানা হেলাল আহমদ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা পৌর শাখার সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক নেতা খলকু মিয়া প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।