মৌলভীবাজার প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৮:২১:১১ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের হাতে নিহত বাংলা মায়ের গর্বিত সন্তান সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কনফারেন্স হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ।
মৌলভীবাজার প্রেসক্লাব আহবায়ক কমিটির সচিব ও নিউজ টুয়েন্টি ফোর টিভির মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ এবং দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন দ্বয়ের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ সাদিক আহমেদ, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মিছবাহুর রহমান মিছবা, এন টিভির প্রতিনিধি, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস,এম, উমেদ আলী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবাল, বাংলা টিভির প্রতিনিধি আলী হোসেন রাজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী এড. নিয়ামুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্র শেখ ফখরুল ইসলাম, আরিফ আহমদ, আব্দুস সালাম (সমন্বয়ক), জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিবাবক ইউসুব আলী, দৈনিক ইত্তেফাক এর মৌলভীবাজার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, দৈনিক কালের কন্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যায়যায় দিন পত্রিকার আব্দুল অদুদ, দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক সারা বেলা পত্রিকার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সাংবাদিক আবদাল মাহবুব কোরেশী, সাংবাদিক মোক্তাদির হোসাইন প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল নেছার আহমদ চৌধুরী।