দক্ষিণ সুরমার হাফিজ মাওলানা সামছুজ্জামান শমসের আলী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৫:১৪:০৮ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ভাঙ্গীতে হাফিজ মাওলানা সামছুজ্জামান শমসের আলী (রহ.) এর প্রথমবার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত সিলাম ইউনিয়নের ভাঙ্গী সৈয়দ কুতুব জালাল (রহ.) শাহী ঈদগাহ ময়দানে হাফিজ মাওলানা শামসুজ্জামান শমসের আলী (রহ.) স্মৃতি পরিষদের উদ্যোগে জালালপুর সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসীহত পেশ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
ঈসালে সাওয়াব মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলাম ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল বারী, সমাজসেবী হাফিজ মাওলানা আব্দুল খালিক, সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক মোঃ সাহাবুদ্দিন, হাফিজ মাওলানা শামসুজ্জামান শমসের আলী (রহ.) স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মরহুমের একমাত্র সন্তান হাফিজ মাওলানা ইমদাদুর রহমান মুক্তা।
মাহফিলে আরও নসিহত পেশ করেন মডেল ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শুয়াইবুর রহমান, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নেসার আহমদ ফয়ছল, বুরাইয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুমিনুল হক, মাওলানা নুমানুর রশিদ মৌলভীবাজারী, মাওলানা সামছুল ইসলাম, আল্লামা আব্দুল মুকিত মনজলালী একাডেমির প্রিন্সিপাল মাওলানা আদনান আহমদ চৌধুরী, গাজিরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক (হিফজ) হাফিজ মাওলানা আব্দুস শহীদ ও সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
সবশেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জালালপুর সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী।