রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৫:০৯:৩৩ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এর উদ্যোগে রাজনগর উপজেলার ২টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ কমিটির সভাপতি ছালিক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে সকাল ১০টায় পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে এবং দুপুর ১২টায় মনসুরনগর ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ কমিটি সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া সহ মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, মনসুরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন মিয়া, রাজনৈতিক ব্যাক্তিত্ব ফরজান আহমেদ, মনসুরনগর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম, মনসুরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন, সাংবাদিক মহসিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।