লন্ডনে কমিউনিটি নেতা আব্দুল খালিক তালুকদার স্মরণে শোকসভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৩:১৭:৪১ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডনঃ প্রবাসি বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাষ্টের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা ও শিক্ষানুরাগি মরহুম আব্দুল খালিক তালুকদার স্মরণে শোকসভা ও দোয়া মহফিল ১ অক্টোবর মঙ্গলবার লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
ট্রাষ্টের সভাপতি আলহাজ্ব মোতাহির আলী সোহেলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সেলিম আহমদ লুদুর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলানা শাহানুর।
স্মরণ সভায় মরহুম আব্দুল খালিক তালুকদারের জীবন বিত্তান্ত নিয়ে আলোচনায় অংশ নেন- মুক্তিযোদ্ধের অন্যতম সংঘটক বিশিষ্ট মুরব্বি হাজি আপ্তাব, হাজি জয়নাল আবদিন, আনহার মিয়া, আব্দুল গফুর, নুর আলী, মাসুদ আহমদ, সফিক উল্লা মিসলু, রশিদ আহমদ, শাহ মুনিম, শ্রী রবিন পাল, ছাদ মিয়া, মিজানুর রহমান মিরু, আজাদুর রহমান আজাদ, আনছার আলী, শেখ নুরুল ইসলাম জিতু, সাইজ্জাদ মিয়া, তালেব আলী, আব্দুল কাইয়ুম, আব্দুল কদ্দুছ, শেখ কদ্দুছ, আবুল কালাম সেতু, আব্দুল হাসিম, শাহাব উদ্দীন শাবুল, বাবুল আহমদ কামালি, ফয়ছল হোসেন সুমন, মাহমদ আলী, মাহবুব রহমান প্রমুখ।
আরো পড়ুন ➡️ যুক্তরাজ্যে ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে অভিযান
বক্তারা মরহুম আব্দুল খালিক তালুকদারের জীবনের ভিবিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরিশেষে বিশিষ্ট আলেমেদিন হযরত মৌলানা তাজুল ইসলাম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।