জবাব দিলে আবারও হামলা করবে ইরান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৪, ৯:১৫:১৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল হামলার জবাব দিলে দেশটি আবারও হামলার মুখোমুখি হবে বলে জানিয়েছে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। খবর আল জাজিরা।
এদিকে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে ইরান। গাজা ও লেবাননের জনগণ, হামাস ও হিজবুল্লাহ কমান্ডারদের গণহত্যার প্রতিক্রিয়া হিসাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি।
ইসরায়েল জানায়, দেশটির ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এর আগে, ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানায়, ইরানের হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে।