বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৫:২৮:২০ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ সরকার নির্ধারিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুর ১২ টায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক ও নিসচা পৃষ্টপোষক তারেক আহমদ, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, যুগ্ম সদস্য সচিব শাহাব উদ্দিন, কার্যকরী সদস্য এহসান আহমদ, সাহেদ আহমদ পাবেল, মিরাজুল ইসলাম, নিরঞ্জন দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারো নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ৩০ অক্টোবর পর্যন্ত ২১ দফা নিয়ে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ হচ্ছে- ট্রাফিক আইন জানতে ও মানতে রোড ক্যাম্পেইন পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা, পোস্টার প্রকাশ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, সড়কের বিপজ্জনক বাঁকে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, নো হেলমেট নো ফুয়েল সম্পর্কিত প্রত্যেক পেট্রোলপাম্প কর্তৃপক্ষের সাথে মতবিনিময়, স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বয়সভিত্তিক সড়ক নিরাপত্তামূলক সমাবেশ, পরিবহন শ্রমিকদের করণীয় সম্পর্কে মত বিনিময়, বাস-ট্রাক ও সিএনজি স্ট্যান্ডে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সড়ক নিরাপত্তা সংক্রান্ত করণীয় সম্পর্কে সুশীল সমাজ-রাজনৈতিক ব্যক্তিদের সাথে আলোচনা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে গোল টেবিল বৈঠক, উপজেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে মত বিনিময়, দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, সংবাদ সম্মেলন, আলোচনা সভা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে নিসচার উদ্যোগে নিবন্ধ প্রকাশ এবং স্থানীয় ইলেকট্রনিক মিডিয়া আয়োজিত টক শোতে অংশগ্রহণ করা হবে তাছাড়া সরকারিভাবে ২২ অক্টোবরকে ঘিরে যেসব কর্মসূচি পালিত হবে সে সকল কর্মসূচিতে অংশগ্রহণ।
এছাড়া যে মহিয়সী নারী জাহানারা কাঞ্চনের মৃত্যুর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস স্বীকৃতি এসেছে তাঁর স্মরণে নানা কর্মসূচি পালিত হবে এবং সড়ক দুর্ঘটনায় নিহত সকল ব্যক্তি ও জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ অভিযান, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পুরস্কার প্রদান এবং সড়ক দুর্ঘটনায় আহত-নিহত পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হবে এছাড়াও আরও নানাবিধ কর্মসূচি পালিত হবে।