রাজনগরে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৫:১৯:৩৫ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সোমবার রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর জননেতা মাওলানা আনোয়ার হোসাইন খান।
রাজনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী মিছবাহ উল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য জননেতা মু আব্দুল মান্নান, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর জননেতা মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী জননেতা মু ইয়ামির আলী।
সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে বক্তব্য রাখেন আবু নোমান মুয়িন, শেখ মু শাহাব উদ্দিন, দেলোয়ার হোসাইন বাবলু, মাওলানা জুবায়ের আহমদ, ছাত্রনেতা হাফিজ রায়হান আহমদ প্রমূখ।