দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে গ্রহণযোগ্য নির্বাচনের দাবী- এড. জাহাঙ্গীর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২:১৮:০৮ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরশাসকের পতনের পর ৮ আগস্ট দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ এবং খেলাফত মজলিসের প্রত্যাশা আপনারা সবার আগে এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করুন। আইনের শাসন প্রতিষ্ঠা করুন। সকল প্রকার দূর্নীতি বন্ধ করুন। এদেশের সকল মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে তাদের ব্যক্তিগত সামাজিক ধর্মীয় সকল আচার অনুষ্ঠান শান্তি শৃঙ্খলার মধ্যে পালন করার চেষ্টা করুন এবং শেষ প্রত্যাশা একটি গ্রহণযোগ্য সুষ্ঠ এবং সুন্দর নির্বাচনের জন্য যতটুকু সংষ্কার দরকার এই সংষ্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জনগণের সাধুবাদ নিয়ে আপনারা বিদায় গ্রহণ করুন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মৌললভীবাজারের বড়লেখা পৌরসভা মিলনায়তনে উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে কর্মী সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে খেলাফত মজলিসের উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম ও ফয়ছল আলম স্বপনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা আব্দুল খালিক, জেলা সহ-সাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহ-সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান,মাওলানা মাহবুব হোসাইন শিবলী, সহসাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, প্রশিক্ষণ সম্পাদক ও ইউপি সদস্য এনামুল হক, মুহাম্মদ হাবিবুর রহমান, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, দাসেরবাজার ইউপি সভাপতি মাওলানা আপ্তাব উদ্দিন, সদর ইউপি সেক্রেটারী মাওলানা আতিকুর রহমান, সুজানগর ইউপি সেক্রেটারী হাফিজ হোসাইন আহমদ, পৌর শাখার নির্বাহী সদস্য সাদিকুর রহমান, দক্ষিণভাগ ইউপি সেক্রেটারি মাহফুজ আহমদ প্রমুখ। কর্মীসমাবেশ পরবর্তী ভারতে মহানবী (স:)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।