লন্ডনে দর্পণ বাংলা বুক ক্লাবের সাহিত্য সভা ও কবি সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১:২৫:৩৩ অপরাহ্ন
ফাজলুল হক, লন্ডন প্রতিনিধি: দর্পণ বাংলা বুক ক্লাব লন্ডনের উদ্যোগে মাসিক সাহিত্য সভা ও কবি সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।
২৬ সেপ্টেম্বর ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটস্থ দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রহমত আলী।
এতে সেপ্টেম্বর মাসের সেরা কবি হিসাবে বিশিষ্ঠ কবি ও লেখক মাজেদ মাহমুদ ওরফে মাজেদ বিশ্বসকে সম্মাননা জানানো হয়। সাথে সাথে আগামী তিন মাসের মধ্যে যুক্তরাজ্যে একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখছেন সে সমস্ত কবি-সাহিত্যিকদের সম্মানিত করা হবে। এতে মোট ১০টি বিভাগের প্রতিটিতে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।
সংগঠনের সেক্রেটারী সলিসিটর ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ সভাপতি কবি আসমা মতিন, শিক্ষক মিসবাহ কামাল, আব্দুল হাই, নাজমুল হুদা, আব্দুল মুকিত, রেদওয়ান খান, দিররুবা ইয়াসমিন রুহি, আঙ্গুর আলী, আফিয়া খাতুন সিরি, সাইফুল ইসলাম শায়েক, মোহাম্মদ আলী, ছাদেক আলী, সাংবাদিক ফজলুল হক সহ আরো অনেকে।
আরো পড়ুন ⤵️
টাওয়ার হ্যামলেটসে ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট কফি মর্নিং অনুষ্ঠিত
উল্লেখ্য, লন্ডনে প্রতিষ্ঠিত দর্পণ বুক ক্লাব এর উদ্যোগে সাহিত্য ও সংস্কৃতি চর্চাসহ কবি-সাহিত্যিকদের সৃস্টিশীল কাজের মূল্যায়ন ও তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে সম্মাননা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতি মাসে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তা ছাড়া বাংলাদেশসহ বিভিন্ন দেশের কবি- সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়ে থাকে।