দক্ষিণ সুরমায় মজলিস নেতা ইসলামুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৬:১৮ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইসলামুল হকের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব স্থানীয় খাজাকালুতে খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন সভাপতি ডাঃ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।
লালাবাজার ইউনিয়ন শাখা সেক্রেটারি খালেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দীন ভুইয়া, অর্থ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, লালাবাজার ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান, শামীম আহমদ, মুহাম্মদ আব্দুল জলিল, কাওসার আহমদ, রাসেল আহমদ।
পরে খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইসলামুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান ও ছাত্র মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।