কমলগঞ্জে বিএনপির সাথে পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৭:০১ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক) মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাম্বলীর শারদীয় দূর্গাৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর কমলগঞ্জস্থ বাসভবনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এসময় কমলগঞ্জ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রতুষ ধর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা বিএনপির সভাপতি দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, লক্ষী মোহন সিংহ, সিরাজুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে নারায়ন মল্লিক সাগর, শিমুল কান্তি পাল, রনজিৎ অধিকারী, অসমত্যু প্রসাদ তারা চৌধুরী, নির্মল সিংহ পলাশ, নারায়ন পাল, রাজু দত্ত, সমেরেন্দু সেনগুপ্ত, লিটন দত্ত, পিন্টু ঘোষ, দিলীপ কৈরী সহ কমলগঞ্জের ৯টি ইউনিয়নের পুজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।