প্যারিসে অভিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে সাফ’র মানববন্ধন পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৩:১১:২৯ অপরাহ্ন
নজমুল হক, প্যারিস (ফ্রান্স): ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের অটো রিজেক্ট ও পারিবারিক পুনর্মিলন ভিসা হ্রাস এবং অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) দুপুর ২টায় অভিবাসী সংগঠন সলিডারিটি অজি ফ্রান্সের উদ্যোগে রাজনৈতিক আশ্রয় গ্ৰহনকারী কোট cnda মন্ট্রুইলের সামনে মানববন্ধন আয়োজন করা হয়।
আয়োজিত মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী এতে অংশ গ্রহণ করেন।
Cnda আদালত প্রাঙ্গণের সম্মুখে দুপুর ২ টায় আরম্ভ হওয়া মানববন্ধনে অংশগ্রহণকারি বিভিন্ন স্লোগান এর মাধ্যমে তাদের দাবি দাওয়া তুলে ধরেন।
মানববন্ধনে সাফ’র প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা নয়ন এনকে র পরিচালনায় cnda আদালতে কর্মরত এডভোকেট সহ বিভিন্ন সংস্থার দায়িত্বরত ব্যাক্তিবগ তাদের দাবি সাথে একাত্মতা ঘোষণা করেন।
তারা বলেন ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের অতি দ্রুত অটো রিজেক্ট ও পারিবারিক পুনর্মিলন ভিসা হ্রাস এবং অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ করার দাবিতে এর আগে ও অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, ফ্রান্সের পার্লামেন্টে ও আলোচনা করা হয়েছে, বিভিন্ন সিনেট সদস্য,মেয়রের সাথে আলোচনা করা হয়েছে, কিন্তু এর কোন অগ্ৰগতি লক্ষ্য করা যায় নি।তাই তারা বাধ্য হয়ে আবার আন্দোলনের ডাক দিয়েছেন।এই আন্দোলন থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলাদেশে অবস্থানরত ফ্রান্স এম্বাসীকে চিঠির মাধ্যমে অবহিত করবেন। এবং এর সুষ্ট সমাধানের আশা করবেন।তার সাথে ফ্রান্সের বিভিন্ন এম,পির সাথে মতবিনিময় করবেন। যাতে পার্লামেন্টে এই দাবি নিয়ে আলোচনা করা হয়।
পরিশেষে আজকের এই মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে যাঁরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং তাহার সংগঠনের সাথে ফ্রান্সের এ,বি,এস ও পারিবারিক পূনর্মিলন কমিউনিটি ফ্রান্স মানববন্ধনে অংশগ্রহণ করে এসব দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। একসাথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।