জগন্নাথপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭:৪৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলবশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইবরাহীম, নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান আকন্দ, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর ইসলাম, কলকলিয়া ইউনিয়নের চেয়ার ম্যান রফিক আহমদ, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, ছিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,আষাঢ় কান্দি ইউপি চেয়ারম্যান আয়ুব খান।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানান উপস্থিত বক্তা গন।
এ সময় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান আকন্দ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, জগন্নাথপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। সকলের প্রচেষ্টায় আরো ভাল করবো। তিনি হিন্দু সম্প্রাদায়ের আসন্ন দূর্গা পুজায় নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা বাহীনি কে নির্দেশনা প্রদান করেন।