২৬ দিনে ডেঙ্গুতে মৃত্যু ৫৮ জন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮২৯
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৬:১৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: চলমান সেপ্টেম্বরের প্রথম ২৬ দিনে ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। তাছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর এ পরিসংখ্যান জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭,৩৮৪ জন।
গত ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ২৬ দিনে ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪,৫৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২,৯৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে ঢাকায় ১,৪৯৯ জন, বাকি ১,৪৩২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭২, ঢাকা উত্তর সিটিতে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৮, খুলনা বিভাগে ৭৩ জন রয়েছেন। এছাড়া, রাজশাহী বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন ও রংপুর ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১,১৭৯ জন। মারা যান ১,৭০৫ জন।