দক্ষিণ সুরমার সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৪:৫৭ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাদ্রাসা হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যক্তি জীবনে, সমাজে ও রাষ্ট্রে একমাত্র রাসুলে পাক হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শই মানবতার মুক্তির সনদ। রাসুল (সাঃ)কে অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই আজকের এ অস্তির ও অশান্ত পৃথিবীতে শান্তি, মুক্তি ও কল্যাণ পেতে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সাঃ) এর শিক্ষা ও আদর্শের পরিপূর্ণ অনুকরণ ও বাস্তবায়ন অপরিহার্য।
আরো পড়ুন ⤵️
লন্ডনে দিশারী ওয়েলবিং ট্রাস্টের ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত
মাদ্রাসা শিক্ষক মোঃ সাহাবুদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ও নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির প্রাক্তন সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ আব্দুল বারী, ম্যানেজিং কমিটির সদস্য শরাফত আলী, মাদ্রাসার সহ-সুপার মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাফিজ ইমদাদুর রহমান, শিক্ষক কবির উদ্দিন, আবু হানিফ, বাহার উদ্দিন এবং শিক্ষার্থী আব্দুল আমজাদ রাফি। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী।