জগন্নাথপুরে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি এনামুল হক গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫২:৪৮ অপরাহ্ন
তাজ উদ্দিন, জগন্নাথপুর: সুনামগঞ্জের জগন্নাথপুরে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি এনামুল হক এনামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার সন্ধ্যায় তাকে কেশবপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
সে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (পশ্চিমপাড়া) এলাকার আব্দুস সালামের ছেলে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেসুর রহমন আকন্দ জানান, তার বিরুদ্ধে বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ থানায় ডাকাতির মামলার রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।