৪ শতাধিক পরিবারের মাঝে, বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:০১:৩৮ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের আয়োজনে ও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এম আব্দুর রহমান শাহীনের অর্থায়নে মৌলভীবাজারের বড়লেখার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মহদিকোনা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ২ টায় মহদিকোনা জামিয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টা হাজী আউস আলীর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় মো. রুবেল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান শিক্ষানুরাগী মাওলানা এম আব্দুর রহমান শাহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রিন্সিপাল মাওলানা ছাইফুর রহমান, বড়লেখা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ প্রতিনিধি মো. শামীম আহমদ, নিসচা’র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সাংবাদিক আশফাক আহমদ, প্রবাসী খালেদ আহমদ এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক স্বপন আহমেদ খান ও মুজিবুর রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিথি মাওলানা এম আব্দুর রহমান শাহীন বলেন, বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদ ইতিমধ্যে প্রতিটি গ্রামের হত-দরিদ্র মানুষের মাঝে সহযোগিতার হাত প্রসারিত করেছে তাছাড়া আমি ও আমার পরিবার প্রতিনিয়ত সমাজসেবা মূলক ও সুবিধাবঞ্চিত এলাকার উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছি৷ সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত কয়েকটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর নির্মাণ, সুপেয় পানির সুব্যবস্থা, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হত-দরিদ্র পরিবারে সহযোগিতা অব্যাহত রয়েছে। একটি সুন্দর সদর ইউনিয়ন গড়তে ও জনসাধারণের দুর্ভোগ লাগবে আপনাদের সহযোগিতা কামনা করছি।