লন্ডনে দিশারী ওয়েলবিং ট্রাস্টের ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৫:৪২ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন সিটি প্রতিনিধি: ইংলেন্ডে বসবাসরত সিলেট শহরের হাওয়া পাড়া এলাকার প্রবাসীদের নিয়ে সংগঠন দিশারী ওয়েলবিং ট্রাষ্ঠ এর উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার রবিবার ইষ্ট লন্ডনের ডেগেনহ্যামের ফার্ম হাউজ ভেনুতে অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয়বারের মতো আয়োজন করা জমজমাট ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠানে ফ্যামিলি পূর্ণমিলনী ও ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের খেলাধূলা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের গ্রাম-বাংলার সংস্কৃতিকে ধারণ করে ফ্যামিলি পূর্ণমিলনী উৎসবটি পরিণত হয় প্রবাসী হাওয়াপাড়া বাসীর এক মিলনমেলায়। বিভিন্ন জনের কন্ঠে উচ্চারিত হয় বাঙালি সংস্কৃতির জয় গান। ব্রিটেনে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরাই ছিল উৎসবের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে আসা মহিলাদের হাতে বানানো বিভিন্ন ধরনের গ্রামবাংলার সুস্বাদু মজাদার পিঠার স্বাদ গ্রহণ করেন উপস্থিত সবাই।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান ট্রাস্টের চেয়ারম্যান তাজুল ইসলাম রুহেল, সেক্রেটারি জাবির হোসাইন, কোষাধক্ষ আব্দুল কাইয়ুম (মক্কু)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহামদ আব্দুল হামিদ আকিব। বক্তব্য রাখেন মাহবুবুর রহমান ইমন, জিয়াউর রহমান সাকলেন, মোহাম্মদ সারওয়ার হোসাইন এবং উপদেষ্টা আবু বকর ওয়াকার, উপদেষ্টা মোহামদ মেহেরাজ সহ আরো অনেকে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল আলোচনা সভা, গান, কবিতা, পুঁথি পাঠ, কৌতুক, ছোট বাচ্ছাদের জন্য বাউন্সি ক্যসেল, বেডমিনটন, বাচ্ছাদের মারবেল দৌড়, বস্তাদৌড়, মহিলাদের মিউজিক বালিস খেলা, বেলুন ফুটানো, যেমন খুশী তেমন সাজো, মনোজ্ঞ পরিবেশনাসহ নানা কর্মসূচি। হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনে বাঙালি সংস্কৃতির জয়গান প্রতিধ্বনিত হয়।
অনুষ্ঠানটি উপস্থিত সবাইকে কিছুটা সময়ের জন্য হলেও আপ্লুত করে তোলে। এই উৎসবে সিলেট শহরের হাওয়া পাড়ার বিপুলসংখ্যক আত্নীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সঙ্গে পরিচিত করার বড় সুযোগ তৈরি করে দেয়। সেই সঙ্গে এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে।
অনুষ্ঠানে রাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। সব শেষে সুস্বাদু খাবার আপ্যয়নের মাধ্যমে এবং হাফিজ মাহাম হোসাইন এর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।