ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান এবং ভাড়া হ্রাসের দাবী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩:২৮ অপরাহ্ন
লন্ডন অফিস: সিলেটের ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, অন্যান্য এয়ার লাইনের ফ্লাইট চালু, টারমিনালের অসমাপ্ত কাজ সম্পন্ন, যাত্রী হয়রানি বন্ধ ও বিমানের ভাড়া কমানোর দাবীতে গত ২৩ সেপ্টেম্বর সোমবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, ডঃ এম এ আজিজ, কমিউনিটি নেতা এম এ রব, মোহাম্মদ আজম আলী, শাহ শেরওয়ান কামালী, ইউসুফ জাকারিয়া খান, সৈয়দ মামুন আহমদ, এম আর চৌধুরী, জিতু মিয়া, নুরুল হক প্রমুখ।
সভায় দীর্ঘ আলোচনা শেষে একটি ক্যাম্পেইন কমিটি গঠন করে দেশে বিদেশে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সমীপে স্মারকলিপি ও বাংলাদেশে ডেলিগেট প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে যোগদানের অনুরোধ জানানো হয়। এ সভায় একটি ক্যাম্পেইন কমিটি গঠন করা হবে।