দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মকবুল হোসেনকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৩:০৩ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমিতে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতা ও একাডেমির নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন বখতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজারস্থ শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমি মিলনায়তনে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ নূর মোহাম্মদ বুলবুল।
বক্তব্য রাখেন পরিচালক মাহবুব হাসান রিংকু, মাহদী হাসান, গুলেস্তা বিবি, জুবায়ের আহমদ, শিক্ষক কমলাকান্ত দেব, ফাতেমা তুজ জোহরা কলি, হিমা খন্দকার, কামরান মিয়া, শাহ রোমান, মুস্তাক আহমদ, সীমা খানম, অভিভাবক মোঃ চান্দ মিয়া, মনোয়ার হোসেন, মোঃ আব্দুল গফফার, জসীম উদ্দীন, রুবি বেগম, জুবায়ের আহমদ জাহিদ, নিজাম উদ্দিন, জেসমিন বেগম প্রমুখ।
আরো পড়ুন
মৌলভীবাজারে শর্ট সিলেবাসের দাবীতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন
বক্তারা বলেন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে এলাকার অনেক মেধাবী শিক্ষার্থীরা ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সরকারি উচ্চ পর্যায়ে কর্মকর্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ ধরে রাখতে প্রবাসী মোঃ মকবুল হোসেন বখত ও তার সহধর্মিনী গুলেস্তা বিবি এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পরে বিদ্যালয় এর পরিচালকবৃন্দ শিক্ষক ও ছাত্রছাত্রীরা প্রবাসী দম্পতিকে ফুলের শুভেচ্ছা জানান।