জৈন্তাপুরে সিলেট জেলা তথ্য অফিসের স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১:৩৪:৪৫ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেটে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলায় বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় সভায় আলোচনা করেন স্বাস্থ্য পরিদর্শক করুণা কান্ত দেব, সহকারী শিক্ষক এনামুল ইসলাম এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি যাদব বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।
প্রতিটি দুর্যোগেই সতর্কতা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া সম্ভব উল্লেখ করে প্রধান অতিথি জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া বলেন, বন্যা পরবর্তী রোগ-বালাই সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের যথাযথ পদক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি বন্যার ক্ষতি কমিয়ে আনতে এলাকার সচেতন জনসাধারণ সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান উম্মে সালিক রুমাইয়া। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য জেলা তথ্য অফিসকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, ইউনিসেফের সহায়তায় জেলার কয়েকটি উপজেলায় বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে সুরক্ষা দিতে স্যানসিটাইজেশনের মতো কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রমের আওতায় সড়ক প্রচার, নৌকাযোগে প্রচার, লোকসঙ্গীত এবং ইমামদের নিয়ে এ্যাডভোকেসি সভাও বাস্তবায়িত হচ্ছে। দুর্যোগকালে সচেনতামূলক এ বার্তাসমূহ যদি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানো যায় তাহলেই এ আয়োজন স্বার্থক হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করে বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।