জাসদ যুক্তরাজ্যের জরুরি সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫:৩৬ অপরাহ্ন
লন্ডন অফিস: সম্প্রতি বাংলাদেশে অস্বাভাবিক রাজনৈতিক পরিবর্তনে উদ্ভূত অনভিপ্রেত ও অবাঞ্চিত রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতাকে বিবেচনায় নিয়ে জাসদ যুক্তরাজ্য এক জরুরি সভার আয়োজন করে।
গত ২৩ সেপ্টেম্বর ইস্ট লন্ডনের তাড়াতাড়ি রেস্তোরাঁ হল রুমে জাসদ যুক্তরাজ্যের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় এবং সহঃসভাপতি এডভোকেট মজিবুল হক মনি’র সভাপতিত্বে উক্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঢালাওভাবে রাজনৈতিক নেতাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও হয়রানি করা, নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করা, সারাদেশব্যাপী অহরহ গণপিটুনীর মাধ্যমে নিরীহ নির্দোষ লোকজনকে হত্যা করা, বিভিন্ন স্থানে নারীদের উপর হামলা করা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল্যবোধকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন কর্মকান্ড সংগঠিত করা ইত্যাদি বিষয়গুলোর উপর বক্তারা বিশদভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিপ্লবী সভাপতি, অবিসংবাদিত জননেতা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক বীর মুক্তিযুদ্ধা হাসানুল ইনু’কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট মামলার মাধ্যমে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সিলেট জাসদের বিপ্লবী সভাপতি লোকমান আহম্মদকে মিথ্যা ও বানোয়াট মামলার আসামী করা হয়েছে এবং দুর্বৃত্তদের কর্তৃক সিলেটের বাসভবনে হামলা ও ভাংচুর করা হয়েছে।
সভায় বক্তারা ১৪ দল নেতা হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কাস পার্টির প্রধান, বর্ষিয়ান জননেতা রাশেদ খান মেননকে গ্রেপ্তার, লোকমান আহম্মদের উপর মিথ্যা মামলা এবং তাঁর বাসভবন ভাংচুরের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে তাঁদের উপর মিথ্যা ও বানোয়াট মামলাগুলো তুলে নেয়াসহ দেশে চলমান আইন শৃংখলার অবনতিতে গণপিটুনির মাধ্যমে হত্যা, লোকজনের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট সহ সকল আইনবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করার জন্য বর্ত্তমান অন্তবর্তিকালীন সরকারের নিকট জোর দাবী জানান।
জরুরি সভায় বক্তব্য রাখেন দলের কার্যকরী কমিটির আব্দুর রাজ্জাক, সৈয়দ এনামুল হক বদরুল, মতিউর রহমান মতিন, সাবুল শামছুজ্জামান ও মাহমুদুর রহমান শানূর।
সভার প্রতি একাত্মতা প্রকাশ করেন আহমেদ হোসেন খান শামীম ও ইকবাল আহমেদ। বিশেষ ব্যক্তিগত দায়বদদ্ধতার কারণে উপস্থিত হতে পারছেন না বলে জানান, এমরান আহমেদ, আবদুল হালিম চৌধুরী, সালেহ আহমেদ, রেদওয়ান খান, শাজাহান মিয়া, হেলাল আহমেদ ও জ্যোৎস্না পারভীন প্রমুখ।