রাজনগরে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৪:১২:২৬ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজনগর উপজেলার একাসন্তোষ মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় ৭নং কামারচাক ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ছায়াদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
কামারচাক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা এম রহমান আযাদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জামিয়া ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ আব্দুল হক।
সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা জামাতের আমীর আবু রাইয়ান শাহীন।