বড়লেখায় এক যুগ পর ফিরছেন বিএনপির নেতা সাজু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭:৪৫ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর ২৫ সেপ্টেম্বর বুধবার নিজ এলাকায় ফিরছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস এবং তার আগমনে সবাই উজ্জীবিত।
তার স্বদেশ প্রত্যাবর্তনে বড়লেখা উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐ দিন বিকেল তিনটায় পৌরশহরের দক্ষিণ বাজার থেকে তাকে নিয়ে বের করবে আনন্দ শোভাযাত্রা।
জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসায় মামলার শিকার হয়ে মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ছিলেন। দেশে ফিরতে পারেননি টানা প্রায় এক যুগ। তবে দলের কঠিন সময়ে কাতারে অবস্থান করেও মামলা-হামলায় দলের নির্যাতিত নিপীড়িত নেতা-কর্মীদের পাশে ছিলেন।
বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ও জেলা বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রায় এক যুগ পর গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু কাতার থেকে ঢাকায় আসছেন। ২১ সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্রের স্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। ২২ সেপ্টেম্বর তিনি সিলেটে আসছেন এবং ২৫ সেপ্টেম্বর নিজ জন্মভূমি বড়লেখায় আগমণ করবেন। তার আগমণে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে আয়োজিত গণসমাবেশে তিনি বিশেষ অতিথির বক্তব্য দিবেন। এই গণসমাবশে বিএনপির চেয়ারম্যান পার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।