জামায়াত জনগণের খাদেম হিসেবে সবসময় মানুষের পাশে থাকবে- মোঃ ফখরুল ইসলাম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩:৪৫ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত জনগণের খাদেম। মানুষের কল্যাণের জন্য মানব সেবার মাধ্যমে জনগণের পাশে থাকতে চায়।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ ভাই-বোনদের সমবেদনা জ্ঞাপন করে ব্যাপক ক্ষতিগ্রস্থ ঘর পুনঃনির্মাণের জন্য জামায়াতের এ উপহারটি গ্রহণ করার আহ্বান জানিয়ে জনগণের কল্যাণে জামায়াতের কার্যক্রম তুলে ধরে বলেন, আল্লাহভীরু লোক সমাজের নেতৃত্বে আসলে দূর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। ফলে সমাজ সুন্দর হয়ে গঁড়ে উঠবে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এবং ৪টায় টিলাগাঁও বাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২টি পরিবারের মাঝে জনপ্রতি এক বান করে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মোঃ ফখরুল ইসলাম এ কথা বলেন।
কুলাউড়া উপজেলাযর প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
এসময় মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন।