বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫৯:১৮ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও জুলাই বিপ্লব ২০২৪-পরবর্তি বিজয় উদযাপন উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার পৌরশহরের পি.সি. সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আবু হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সমন্বয়ক ফয়সাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়াজ উদ্দীন, গাংকুল পাথারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক আব্দুল মোহাইমিন, পি,সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, মুরাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, বড়লেখা মুহাম্মাদিয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, গাংকুল পাথারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ প্রমুখ।
এসময় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় ইসলামী সংগীত, নাতে রাসূল পরিবেশন করেন দিশারি শিল্পীগোষ্ঠী সিলেট, বড়লেখা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, জলপ্রপাত শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার, কলরব শিল্পীগোষ্ঠীর অন্যতম সদস্য ওমর ফারুক, আলোর সিঁড়ি শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ ।
অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন সাব্বির আহমদ, কিবরিয়া আল মাহমুদ, মাহফুজ খান সামি, জুয়েল খান, আশরাফ মাহমুদ রাহি, ইসতিয়াক আহমদ, রুহেল আহমদ, তানভির আহমদ।