যুক্তরাজ্য প্রবাসী গুলজার খান দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭:২৮ অপরাহ্ন
যুক্তরাজ্যের ব্রিকলেইনের বিশিষ্ট ব্যবসায়ী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক, বিশ্বনাথ ইউনিয়ন ট্রাস্টের সাধারণ সম্পাদক, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর, বিশ্বনাথের রাজনগর নিবাসী গুলজার খান আজ শনিবার দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।
এসময় তার সাথে ছিলেন তার বন্ধু, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী শানুর আহমদ, দৌলতপুর নিবাসী প্রবাসী মকসুদ আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ছাত্র, গ্রামের কৃতি সন্তান নাজিম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, সহ সেক্রেটারি হাফিজ জাহেদুল ইসলাম জুয়েল, ক্যাশিয়ার ক্বারী আব্দুস সালাম সুহেল, সদস্য মানিক মিয়া, সদস্য আওলাদ মিয়া ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
তারা দৌলতপুর ইউনিয়নে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-র অধীনে দৌলতপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মধ্যে ৪ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান কার্যক্রম শেষে দশঘর যাওয়ার রাস্তায় মাদ্রাসাটি পরিদর্শন করেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সুপার মাঃ মো: মিজানুর রহমানেরর সাথে মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, তিনি মাদ্রাসার কম্পিউটার ল্যাবের জন্য একটি কম্পিউটার বাবদ ৪০ হাজার টাকা ইতিমধ্যে মাদ্রাসায় দিয়েছেন।