বড়লেখায় নিসচার উদ্যোগে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৯:০৮ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সৌজন্যে সংগঠনের ৭ জন দায়িত্বশীল বড়লেখা প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩ টায় জিম্মি রেস্টুরেন্টে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন, প্রধান আলোচকের বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা লেখক-সংগঠক সোহাইল আহমদ সুহেল, বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল চন্দ দত্ত, সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রব, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য মোহাম্মদ হানিফ পারভেজ, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ ও এশিয়ান টিভির নবনিযুক্ত উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন রুমেল।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যকরী সদস্য শাহরিয়া শাকিল, অজিত রবি দাস, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, মজনুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠানের অতিথিবৃন্দকে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার ৩ জন উপদেষ্টা এবং ৪ জন দায়িত্বশীল বড়লেখা প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে মনোনীত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, নিসচা বড়লেখা শাখার কার্যক্রম প্রশংসার দাবি রাখে, সংগঠনটি স্বতঃস্ফূর্ত কার্যক্রমের মাধ্যমে সমাজের সর্বক্ষেত্রে অবদান রাখছে। নিসচা বড়লেখা শাখার সাথে জড়িত প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে যারা মনোনীত হয়েছেন তাদেরকে নিসচা সংবর্ধনা প্রদান করার মাধ্যমে অনুপ্রাণিত করেছে। সংগঠনের এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমের প্রতি আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।