দক্ষিণ সুরমার সিলামে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯:১০ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখা খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব স্থানীয় পূর্ব সিলাম বৈরাগী বাজারে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার নির্বাহী সদস্য আলহাজ্ব ক্বারী নেছার আহমেদ আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।
খেলাফত মজলিস সিলাম ইউনিয়ন শাখার সহ-সেক্রেটারি মাওলানা জামাল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আবদাল, অর্থ সম্পাদক মাওলানা জাহিদ হাসান।
স্বাগত বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন সভাপতি এডভোকেট মাওলানা জামিল আহমেদ।
এসময় সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ সুরমা উপজেলার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, সিলাম ইউনিয়ন সহ-সভাপতি হাঃ মাওঃ মিছবাহ উদ্দিন, সেক্রেটারি হাঃ মোঃ মাহবুব খান, ৫নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।