মৌলভীবাজারে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মধ্যে পৌর জামায়াতের টিন বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪:০৯ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণসামগ্রী ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পৌর শহরের ডিএম কমিউনিটি সেন্টারে পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মোঃ ফখরুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তর মজলিশে শূরা সদস্য মাওলানা আমিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মৌলভীবাজার জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার জেলা ইউনিট সেক্রেটারি আব্দুল কুদ্দুস নোমান, শ্রমিক কল্যাণ পৌর সভাপতি আলকাছ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মাঝে দেড় বান করে ঢেউটিন গৃহ নির্মাণসামগ্রী বিতরণ করা হয়।