লন্ডনে ম আ মুকতাদির স্মৃতি কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২:৩০ অপরাহ্ন
মিছবাহ জামাল, লন্ডন: বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির স্মৃতি কল্যাণ ট্রাস্ট আয়োজিত আলোচনা সভা ১৬ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই, এবং পরিচালনা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গয়াসুর রহমান গয়াস।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আজিজ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র সেলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, আব্দুল মালিক খোকন, মোহাম্মদ শওকত, আব্দুস সাওার, জাসদ নেতা সৈয়দ আবুল মনসুর লিলু, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, মনজুর হোসেন, শাহিন আহমেদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ পানু মিয়া, সিরাজ জোয়ার্দার, শফিক উদ্দিন, জিল্লুল হক চৌধুরী, জুবেদুর রহমান এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভির পরিচালক মিছবাহ জামাল। আমেরিকা থেকে ভার্চুয়ালি অংশ নেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শাহাব উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদিরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন। মুকতাদিরের স্মৃতি ধরে রাখতে তার স্মরণে একটি স্মারক বই প্রকাশের প্রস্তাব করা হয়। শাহাব উদ্দিন জানান, তিনি ইতোমধ্যেই দেশে প্রেসের সঙ্গে আলোচনা করে কিছু অর্থ অগ্রিম প্রদান করেছেন।সভায় বই প্রকাশের মোট বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ফান্ড সংগ্রহের জন্য অংশগ্রহণকারীরা সম্মতি প্রকাশ করেন। বই প্রকাশনায় লেখার বা চাঁদা প্রদানের ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গয়াসুর রহমান গয়াসের সাথে (০৭৯৮৪ ০৯৫১৮৬) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।