মারা গেলেন বাংলাদেশি যুবক দক্ষিণ কোরিয়ার সমুদ্রে গোসলে নেমে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪:২০ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসানে হিয়ন্দে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাকিবুর রহমান সঞ্জীব (২৩) নামের এক প্রবাসী বাংলাদেশি। সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নবান্ন উৎসব উপলক্ষে টানা কয়েকদিনের বন্ধ থাকার কারণে কয়েকজন বন্ধুদের নিয়ে কোরিয়ার জনপ্রিয় সমুদ্র সৈকত হিয়ন্দ বিচে ঘুরতে যান সাকিবুর রহমান সঞ্জীব। সেখানে চারজনের সঙ্গে গোসল করতে নামেন তিনি।
কিন্তু, সাগরের তীব্র ঢেউয়ের কারণে হঠাৎ অনেক দূরে চলে যায় সঞ্জীব। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী টিম তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইসমাইল পাটোয়ারী সময় সংবাদকে বলেন, ‘একদিকে সমুদ্র ছিল উত্তাল, অন্যদিকে ছুটির কারণে অন্য সময়ের তুলনায় সমুদ্রের নিরাপত্তাকর্মী ছিলো অনেক কম। সঞ্জীব উত্তাল সমুদ্রে নামার কিছুক্ষনের মধ্যে ঢেউ তাকে সমুদ্রের ভেতরের দিকে নিয়ে যায়। আজ শুধু এই ঘটনাই নয়, তার কয়েক ঘন্টার মধ্যে একইভাবে এক কম্বোডিয়ানের মৃত্যু হয়। চোখের সামনে দুটি ঘটনা দেখে আতঙ্কিত হয়ে গেলাম।’
উল্লেখ্য, স্বপ্ন পূরণের আশায় সাকিবুর রহমান সঞ্জীব দুই বছর আগে দক্ষিণ কোরিয়াতে আসেন। সঞ্জীবের বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার দড়িকান্দি গ্রামে। তিনি কোরিয়াতে ছনান সিটির আছানে একটি কারখানায় কাজ করতেন।