উদীচী যুক্তরাজ্যের উদ্যোগে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২:০৬:১৪ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্যের উদ্যোগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে দুপুর সাড়ে ১২ টায় এক প্রতিবাদ সভা, মানব বন্ধন এবং সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত ” আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” পরিবেশিত হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মানব বন্ধন কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের জাতীয় সঙ্গীতসহ সাধীনতাবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়।
বক্তব্য রাখেন সহ সভাপতি কবি গোলাম কবির, বিশিষ্ট কন্ঠ শিল্পী ড. শ্যামল চৌধুরী, হিরা কাঞ্চন হিরক, কবি মজিবুল হক মণি, লিপি হালদার প্রমুখ।