বড়লেখায় ইছমাইল আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮:২২ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সাংবাদিকতায় বিশেষ অবদান রেখেছেন এমন অর্ধশতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে উৎসাহিত করার লক্ষ্যে গুণীজন সংবর্ধনা প্রদান ও গত ২৪ আগষ্ট চোখে সানি পড়া অর্ধ শতাধিক রোগীকে মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় অপারেশনে ফ্রী ল্যান্স লাগানো রুগীদের ফলোআপ সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা মিলনায়তনে শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী (রহ:) শিক্ষা ও সেবা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম.এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাপ্তাহিক বড়লেখা পত্রিকা সহকারী সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ কুমার দাস, জুড়ী শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর এমদাদুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাও. মোহাম্মদ আব্দুস সবুর, সিলেট সিটি করপোরেশনের শিক্ষা অফিসার ড. মাওলানা মো. তুতিউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা সভাপতি জুবের আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইফতেখার হোসেন চৌধুরী, সফিরুন্নেসা মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক ডা. নজরুল ইসলাম, অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, মাওলানা কাজী এনামুল হক, অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, এনাম উদ্দিন, মাওলানা লুৎফুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জিল্লুর রহমান, মাওলানা আব্দুল্লাহ খান, ফ্রান্স প্রবাসী লেখক ও সমাজ সেবক সোহাইল আহমদ, কাতার প্রবাসী সাবেক ছাত্রনেতা খিজির আহমদ, পৌর কাউন্সিলর কবির আহমদ, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মতিন কলাই মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, প্রভাষক তারেক আহমদ, মীর মুহিবুর রহমান, মাওলানা তৈয়বুর রহমান, সভাপতি মাওলানা ইয়াহিয়া আহমদ, ব্যাংকার আব্দুর রউফ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, বড়লেখা জুড়ী উপজেলা কোভিড সভাপতি শাহাব উদ্দিন, আবুল হোসেন, আক্তার হোসেন প্রমুখ।
সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ২ সহস্রাধিক রোগীদের চিকিৎসা সেবা ও চোখের সানি পড়া অর্ধ শতাধিক রুগীদের অপারেশনের ল্যান্স, চশমা ও ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষা সাহিত্য, সাংবাদিকতা ও সমাজ সেবায় অবদান রাখায় গুণীজনদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।