রহস্যময় জ্বরে ১৬ জনের মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১:৪৫:০৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে।
জ্বরের উপসর্গ নিউমোনিয়ার মতো মনে হলেও বাসিন্দারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন তা নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে।
বৃহস্পতিবার রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল অসুস্থ রোগীদের দেখতে যান। এ সময় তিনি বলেন, জ্বরের উপসর্গ নিউমোনিয়ার মতো মনে হলেও বাসিন্দারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, প্রবল ঝড়বৃষ্টির পরই গুজরাটের কচ্ছ জেলার লাখপত এলাকায় ৭টি গ্রামের ঘরে ঘরে এ জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। সঙ্গে রয়েছে শ্বাসকষ্টও। ১২ বছরের কম বয়সিদের মধ্যে এ জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সূত্র: সিনহুয়া