রাজনগরে বন্যার্ত ১৬০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১:৪১:৪৬ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যাকবলিত ৬০০ পরিবারকে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ফ্রান্স এর উদ্যোগে টেংরা, মনসুরনগর ও পাঁচগাঁও ইউনিয়নের ১৬০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার ৬নং টেংরা, ৮নং মনসুরনগর ও ৪নং পাঁচগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের ১৬০টি পরিবারের মাঝে নগদ এ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বাদশা মিয়ার নেতৃত্বে নগদ অর্থ বিতরণে ৮নং মনসুরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সমাজকর্মী মোঃ আলী আকবর, সমাজকর্মী মুসা মিয়া, ফুলজেন্ট কেজি একাডেমির শিক্ষক জাকির হোসেন শাকিব, উজ্জল আহমদ, মাহমুদুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।