ইইএল অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ইভেন্ট ১৪ সেপ্টেম্বর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১:২৩:৩৩ অপরাহ্ন
লন্ডন অফিস: ইইএল অ্যাসোসিয়েশন হল যুক্তরাজ্যে বিনোদন, প্রদর্শনী, উত্সব ও নেটওয়ার্কিং ইভেন্টের এক অন্যতম আয়োজক। তাদের ইভেন্ট এর সুনাম ভৌগলিক সীমানা ছাড়িয়ে দেশ বিদেশের দর্শকদের আকৃষ্ট করেছে। বিবিসি সহ এদেশের মূলধারার মিডিয়া ও বিভিন্ন কমিউনিটি চ্যানেলে ইভেন্টগুলোর সংবাদ প্রচারিত হয়েছে বলে সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য ইভেন্ট হচ্ছে ইন ভউগ (in Vogue) যেখানে রিটেইল, লাইফস্টাইল, ফ্যাশন ও সার্ভিস প্রোভাইডারদের শোকেস করা হবে। ইভেন্টে নামিধামি প্রায় একশত এক্সিভিটর অংশ নেবে এবং কয়েক হাজার ডাইভার্স ভিজিটরের উপস্থিতি তারা আশা করছেন।
এই ইভেন্টে লাইভ ব্রাইডাল লাক্সারি কালচারাল ফ্যাশন শো, ওয়েলনেস ও হেলথ শোকেস, প্রোপার্টি এক্সপো, ট্রাভেল ও লাইফস্টাইল এক্সিভিশন, হেয়ার ও মেকআপ মাস্টারক্লাস, প্রিমিয়ার ফুড ও ড্রিংক ফেস্টিবল, ডিজাইনার কাপড়, লাক্সারি জোয়েলারি ও রীহ আল মাদিনাহ’র (www.reehalmadinah.com) পারফিউম স্টল সহ নানারকম আয়োজন থাকবে।
রোহিনি বেলানি, দিভিয়া রাম, জেস সানদো, আনুশকা, জ্যোতি শারমা, ভাষা মুখার্জি সহ আরও অনেক সেলিব্রেটি ব্রান্ড এম্বেসেডর ও মডেল ইভেন্টে থাকবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটা একটি বিজনেস ও ফ্যামিলি ইভেন্ট। সকল বয়সের দর্শক এই অনুষ্ঠান উপভোগ করবে তারা আশা প্রকাশ করেন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই ইভেন্ট।
ইভেন্টের আয়োজক জয়দীপ দাস, আফরোজা বেগম, রীহ আল মাদিনাহ’র মিডিয়া এক্সিকিউটিভ আহনাফ চৌধুরী।
আকর্ষণীয় এই ইভেন্টে কমিউনিটির সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।