রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ফ্রান্স এর উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে নগদ অর্থ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১:১৫ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যাকবলিত ৬০০ পরিবারকে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ফ্রান্স এর উদ্যোগে ফতেহপুর ইউনিয়নের ১১০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদে কাশিমপুর গ্রামের ৪০ পরিবার সহ আশপাশের আরো ৭০ পরিবারের মাঝে নগদ এ অর্থ বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সমাজকর্মী মুসা মিয়া, ফুলজেন্ট কেজি একাডেমির শিক্ষক জাকির হোসেন শাকিব, বাহরাইন প্রবাসী সিজিল মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বাদশা মিয়া বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ফ্রান্স প্রবাসীদের নিয়ে গঠিত রাজনগরের মানুষের ভালোবাসার সংগঠন রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ২০১৩ সাল থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত। আগামীতেও আমরা মানুষের পাশে দাঁড়াব।
সংগঠনের সভাপতি মইজুর রহমান, সাধারণ সম্পাদক চান রহমান ও সাবেক সভাপতি সেলিম ওয়াদা সিলু সংগঠনের ফ্রান্স প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।