লন্ডনে দারুল ক্বিরাত মেনর পার্ক শাখার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫৩:৩৪ অপরাহ্ন
মোজাম্মেল আলী, কার্ডিফ: দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত লন্ডনে দারুল ক্বিরাত মেনর পার্ক শাখার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গত ৪ সেপ্টেম্বর বুধবার জামিয়া মসজিদে আউলিয়া মেনর পার্কে অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি সুফি মনসুর আহমদের সভাপতিত্বে, ক্বারী গোলাম মাওলা ও জসীম উদ্দীনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি নর্দাম্পটন প্রতিনিধি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল ও জয়নাল আবেদীন, এডমিন, দারুল ক্বিরাত -২০২৪ ইউকে।
আরও বক্তব্য রাখেন নাজিম মাওলানা ইনামুল হক, ক্বারী গোলাম আযম, মুহিবুর রহমান ছানা, ইমাম ক্বারী মুরশিদ আহমদ,হাজি পারভেজ আহমদ, ইমতিয়াজ, হায়দার চৌধুরী ও ফয়েজ আহমদ সহ প্রমুখ।
উস্তাদ হিসেবে ছিলেন ক্বারী জসীম উদ্দিন, ক্বারী মাওলানা ওলিউর রহমান, ক্বারী শাকিল চৌধুরী ও ক্বারীয়া নাজিরা বেগম।
উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।