ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল ১৭ সেপ্টেম্বর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩:১১ অপরাহ্ন
মোজাম্মেল আলী, কার্ডিফ: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী জালালিয়া মসজিদ ও ইসলামী এডুকেশন সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে এক ওয়াজ ও মিলাদ মাহফিল আগামী ১৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব, লন্ডন দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব।
কমিউনিটির সকলের উপস্থিতি কামনা করেছেন জালালিয়া মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া ও সেক্রেটারি মুহিবুর ইসলাম।