জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক জাকির হোসেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১:৩৬ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুড়াউল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার ও বড়লেখা মাধবকুন্ড মুক্ত স্কাউট দলের সভাপতি জাকির হোসেন ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পর্যায়ে বাঁচাই শেষে।
৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সকল প্রধান শিক্ষক ও সকল সহকারী শিক্ষকবৃন্দের মধ্য থেকে ইউনিয়ন নির্বাচকমন্ডলী উপস্থিতিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন
ইউনিয়ন পর্যায় শ্রেষ্ঠ কাব শিক্ষক জাকির হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন ।
জাকির হোসেন বড়লেখা উপজেলা থেকে ২০১৯ ও ২০২২ সালে দুইবার উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন।তিনি সিলেট শহরের ঐতিহ্যবাহী সিলেট সিটি স্কুল এন্ড কলেজ থেকে ২০০৮ ও ২০০৯ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ছিলেন। তিনি উপজেলার প্রাথমিক বিজ্ঞান বিষয়ক ও প্রাথমিক গণিত অলিম্পিয়াডের মাস্টার টেইনার। এসময় ইউনিয়নের ১৪ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন ।