প্রবাসীদের কারামুক্তির দ্রুত ব্যবস্থা নেওয়ায় ড. ইউনুসের প্রতি সেন্টার ফর এনআরবি’র কৃতজ্ঞতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:২০:০৫ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: আরব আমিরাতে কারারুদ্ধ ও সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ায় প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীদের জন্য কাজ করা অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি।
এক বিবৃতিতে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ ও যোগাযোগ আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্ত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশে ফেরত আসা কারামুক্ত প্রবাসীদের প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহনের জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে অনেক প্রবাসী আটক আছেন যারা কষ্টে দিন কাটাচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগে এরা মুক্ত হতে পারছেন না । বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এসব প্রবাসীর মুক্তির ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য সেকিল চৌধুরী প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।