ইউ টুয়েলভ গিয়াসনগরের সপ্তম বার্ষিক সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৮:২০ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন ইউ টুয়েলভ গিয়াসনগরের সপ্তম বার্ষিক সভা এবং পুনর্মিলনী রোববার ৮ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় হলে অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানের শুরুতে কাজী শাহ নেওয়াজ সিরাজীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। মতিউর রহমান সালেহ এবং কাজী ফয়সল আহমদের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্টানের দুই পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে ফারুক আহমেদ এবং গোলাম মর্তুজা। গিয়াস নগর ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে এবং অসহায় মানুষদের সাহায্যে উক্ত সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করায় সংগঠনের ভুয়সি প্রশংসা করেন শিক্ষাবিদ জামাল আহমেদ। তিনিঁ বলেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাজনগরের আশ্রয়হীন মানুষকে উক্ত সংগঠনের সহায়তা একটি মানবিক উদাহরণ।
সভায় গরিব, অসহায় এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষকে সহায়তায় এগিয়ে আসার জন্য ইউ টুয়েলভ গিয়াসনগরের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল মুহিত, ইমরান আহমেদ, আবুল হোসাইন, শেফুল আহমেদ, আব্দুল মুহিত শিপু, মুহাম্মদ আলী, আতাউর রহমান, আব্দুল লতিফ মিন্টো, শিপার আহমেদ, আফতাব মিয়া, শাহজান আহমেদ এবং ফজলু মিয়া প্রমুখ।
সবাই সর্বসম্মতিক্রমে ভবিষ্যতে গিয়াসনগর ইউনিয়নের মানুষের শিক্ষা এবং সমাজসেবায় এ ইউনিয়নের যুব সমাজের বলিষ্ট ভূমিকা রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পরিশেষে কেক কাঁটা এবং মুনাজাতের মাধ্যমে আগামী বছরে এরকম মহতি অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ হয়দ।