সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য সম্মাননা পদকের ফারুক আহমেদ রনি মনোনীত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৭:২৮ অপরাহ্ন
লন্ডন অফিস: সাহিত্য ক্ষেত্রে নিরলস অবদান, ক্লান্তিহীন পথচলা এবং কমিউনিটির উন্নয়নে কাজ করা, সাংগঠনিক দক্ষতাসহ সার্বিক কাজের স্বীকৃতি হিসাবে ‘সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য ̈ (সাহিত্য) পদক ২০২৪’ প্রদানের জন্য কবি ফারুক আহমেদ রনিকে মনোনীত করা হয়েছে।
ফারুক আহমেদ রনি একজন কবি ও সংগঠক। আশির দশক থেকে তিনি কবিতা, গল্প, গান ও নাটক লিখে আসছেন। তাঁর জন্ম ১৯৬৮ সালে। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দেবরাই গ্রামে। বাবা মরহুম মুমিন উদ্দিন আহমেদ, মা মরহুম সালমা খানুম। নিভৃতচারী এই কবি ১৯৮৬ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর দ্বাদশ বাংলাদেশ বইমেলার প্রথমদিন মুল মঞ্চে পদক, নগদ অর্থ ও সম্মাননা পত্র অনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তোলে দেয়া হবে। সংগঠনটির তরফ থেকে তাঁর সার্বিক মঙ্গল কামনা করা হয়েছে।—বিজ্ঞপ্তি