প্রয়াত সেক্রেটারি অব হেলথ ফ্র্যাঙ্ক ডবসন স্মরণে সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১:১৩:৫৮ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: প্রয়াত সেক্রেটারি অব হেলথ ফ্র্যাঙ্ক ডবসনের জীবন ও কর্ম নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নর্থ ওয়েস্ট লন্ডনের সুরমা সেন্টারে প্রয়াত সেক্রেটারি অব হেলথ ও স্বনামধন্য ব্রিটিশ এমপি ফ্র্যাঙ্ক ডবসনের জীবন ও কর্ম নিয়ে বেঙ্গলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এক স্মরণ সভার আয়োজন করে। ক্যামডেনসহ বৃটেনের বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির অকৃত্রিম বন্ধু ফ্র্যাঙ্ক ডবসনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের চেয়ার সালিক আহমেদ, ক্যামডেন কাউন্সিলের প্রথম বাঙ্গালি কাউন্সিলর ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদ হাসান এমবিই, ফ্র্যাঙ্ক ডবসনের স্ত্রী জেনেথ অলকার ডবসন, ক্যামডেন মেয়র কাউন্সিলর সমতা খাতুন, ইমিগ্রেশন এডভাইজার জামাল হাসান, কাউন্সিল লিডার রিচার্ড অলজেওয়াস্কি এবং আরো অনেকে।
বক্তারা বলেন, বৃটেনে বাংলাদেশি কমিউনিটির সাথে নিবিড় সম্পর্ক ছিল ফ্র্যাঙ্ক ডবসনের। কমিউনিটির স্বাস্থ্য, শিক্ষা, হাউজিংসহ বিভিন্ন ইস্যুতে তিনি শর্তহীনভাবে পাশে দাঁড়িয়েছেন। এছাড়া তিনি একাধিকবার বাংলাদেশ ভ্রমণ করেছেন। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল প্রতীক হিসেবে অন্যান্য অভিবাসী কমিউনিটির পাশাপাশি বিলেতে বসবাসরত বাংলাদেশীরা তাঁকে বিশেষভাবে মনে রাখবে।